Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কাইচাইল ইউনিয়ন পরিষদ

কাইচাইল ইউনিয়ন পরিষদ

নগরকান্দা, ফরিদপুর।

 

এর নজরে

 

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দুই কিলোমিটার পূর্বে কাইচাইল ইউনিয়ন অবস্থিত। কাইচাইল ইউনিয়নটি ঐতিহ্যবাহী কাইচাইল বিলের নামানুসারে নাম করণ করা হয়। উক্ত ইউনিয়নের পূর্বে ভাংগা থানা, পশ্চিমে নগরকান্দা থানা, উত্তরে ফুলসূতী ইউনিয়ন ও দক্ষিণে চরযশোরদী ইউনিয়ন অবস্থিত। কাইচাইল ইউনিয়নের সর্বমোট লোক সংখ্যা ১৫,৪৪৫ জন। পুরুষের সংখ্যা- ৭,৯১১ জন এবং মহিলার সংখ্যা ৭৫৩৪ জন, শিক্ষার হার- ৪২%।   

নিম্নে আলাদা ভাবে প্রকাশ করা হলো :

 

ক)      :   আয়তন  ৩১১৫ একর।

খ)       :   লোক সংখ্যা- ১৫৪৪৫ জন।

              পুরুষ ৭৯১১ জন, 

              মহিলা ৭৫৩৪ জন।

গ)       :   খানার সংখ্যা ২৯৯৩টি,

ঘ)       :   ভোটার সংখ্যা ১০০৬১

              পুরুষ ৪৯৪১, মহিলা ৫১২০

ঙ)       :   শিক্ষার হার ৪২%

              পুরুষ ২৭%, মহিলা ১৫%

চ)       :   গ্রামের সংখ্যা ১৮টি

ছ)       :   মৌজা সংখ্যা ১১টি

জ)      :   জমির পরিমাণ ১২৬৩ হেক্টর

              এক ফসলি ১০৫ হেক্টর

              দো-ফসলি ৮৮৪ হেক্টর

              তিন-ফসলি ২৭৪ হেক্টর